কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমিকে ২ ইউকেটে হারিয়েছে কালিগঞ্জে ফিজ ক্রিকেট একাডেমী। সোমবার ২২ই ফেব্র“য়ারি সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩০ ওভারের খেলায় ২৯ ওভার ৩বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তপু ৪৮ বলে ৭৭রান ও আনারুল ৫১ বলে ২৭ রান করে। বোলিংয়ে কালিগঞ্জের পক্ষে পলটু ৬ ওভারে ২৪ রান দিয়ে ৪টি ইউকেট ও সবুজ ও হান্নান ২টি করে উইকেট লাভ করে। কালিগঞ্জ ফিজ ক্রিকেট একাডেমি ১৬১ রানের টার্গেট ব্যাটিংয়ে নেমে ২৯ ওভার ৩ বল খেলে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হৃদয় ৩৪ বলে ৩৫ রান ও আশরাফুল ২৭ বলে ২৯ রান করে। বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির পক্ষে মুরাদ ও সাইফুল ২টি করে উইকেট লাভ করেন। ফলে কালিগঞ্জ ফিজ ক্রিকেট একাডেমি ২ ইউকেটে জয়লাভ করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন অলক, মিরাজুল ও সাকিব। স্কোরারের দায়িত্ব পালন করেন গৌত্তম। সার্বিক আয়োজনে কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ নাজমুল হাসনাইন মিলন।