বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটিতে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসর বাদ ইউনিয়নের শাহনগর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাদাকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শাহনগর জামে মসজিদের ইমাম হাফেজ নুরুজ্জামান। এসময় কাদাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন উলাহ তুহিন, সহ-সভাপতি কবির আহমেদ, সাঃসম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, সহ-সাধারন সম্পাদক শফিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাঃসম্পাদক আব্দুল করিম সানা, যুবদল নেতা এজহারুল ইসলাম, শ্রমিকদল নেতা গোলাম রসূলসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসলীবৃন্দ উপস্থিত ছিলেন।