আশাশুনি অফিস/বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আশাশুনি থানার সামনের সড়ক থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলার দু’শতাধিক প্রতিযোগি থানার পাশ থেকে দয়ারঘাট সড়ক দিয়ে বাইপাস সড়ক হয়ে আশাশুনি বেইলী ব্রীজের মুখ দিয়ে বাজার সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌছায়। দীর্ঘ ৫ কিঃমিঃ সড়ক অতিক্রম করে সর্ব প্রথমে পৌছানো ১০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক প্রমুখ।