নলতা প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা প্রি-ক্যাডেট স্কুলে সোমবার সকাল ১০টায় প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে মাইনরিটি রাইটস গ্র“প ইউরোপ ও নোরাদ এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় সংখ্যালঘুদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য এ্যাডভোকেসি প্রকল্পের তথ্য অধিকার আইন ব্যবহারের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এসএম আসাদুর রহমান সেলিম’র সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী, নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এফডাব্লিউভি কানন বালা গোলদার, দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, নলতা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাসুম বিলাহ সোহাগ, প্রেরণার রায়হানুল ফেরদাউস, গ্রাম ডাক্তার মুজিবর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেরণার সমাপ্তি মন্ডল ও দিলরুবা পারভীন।