বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও তার সহযোগী দালালদের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে উপকূলীয় প্রান্তিক মৎস্যচাষীদের প্রণোদনার তালিকা প্রণয়নে অর্থের বিনিময়ে, স্বেচ্ছাচারিতা ও প্রকৃত মৎস্যচাষীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় প্রকৃত প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীদের আয়োজনে উপজেলার মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রকৃত প্রান্তিক মৎস্যচাষী শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়ান আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, সমাজ সেবক জামাল হোসেন, মিজানুর রহমান, ফরিদ হোসেন সহ সর্বস্তরের ভুক্তভোগী ঘের মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকৃত প্রান্তিক মৎস্য ঘের মালিকরা সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রসাশক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকাষণ করেছেন। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রকৃত প্রান্তিক মৎস্যজীবী ঘের মালিক তালিকা করতে কোন প্রকার আর্থিক লেনদেনের অনিয়ম হয়নি। তালিকায় যদি কোন প্রকার সমস্যা থেকে থাকে, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। তালিকা প্রণয়নে কোন প্রকার আর্থিক লেনদেন হয়নি।