বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ দৌড় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন, যশোর অঞ্চলের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন সহ জনসাধারণের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম.আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কবুতর ও বেলুন উড়িয়ে ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা-ম্যারাথন দৌড় উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক এসএম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুলাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ক্যাপ্টেন নাজমুল হক সহ সেনাবাহিনীর সদস্য ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উদ্বোধন শেষে সকল শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় শুরু হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।