স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে দপ্তর ভূক্ত উপজেলা, শিক্ষা অফিস সহ সকল প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্র“য়ারী প্রথম প্রহরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন এর নেতৃত্বে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, অফিস স্টাফ গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, মনির, শাহিদ, করিম বাবু উপস্থিত ছিলেন। মহান একুশে ফেব্র“য়ারীতে জেলা, উপজেলা ও বিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা, নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা চিত্রাংকন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস ও সকল প্রাথমিক বিদ্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধ নিমিত ভাবে উত্তোলন করা এর পূর্বে জেলা দপ্তর হতে প্রেরিত একুশের পোস্টার জেলার প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ালে শোভা বর্ধন করে। ভাষা শহিদদের স্মরনে জেলা, উপজেলা ও বিদ্যালয় পর্যায়ের আলোচনা সভা গুলোতে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল অংশ নেন এবং পরিদর্শন করেন।