বৈকারী থেকে আলমগীর হুসাইন্\ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা নাপিতঘাটার মোড়ে মুনসুরের বাড়ীতে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে নগদ ৭০ হাজার টাকা, ফ্রিজ বসতবাড়ী সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত ১১টার দিকে কাথন্ডা পর্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায় মুনছ‚র সহ তার পরিবার। এদিকে রাত ১২টর দিকে হঠাৎ তার পাড়া প্রতিবেশী প্রকৃতির ডাকে বইরে উঠলে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে বিদুৎ অফিসে ফোন করে বিদ্যুত বন্ধ করে। পানি বালি মেরে বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয়রা।