যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক উন্নয়ন জড়িত। আমাদের দেশের বাস্তবতায় যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের তথা উন্নত ও আধুনিক রাষ্ট্রপুঞ্জের ন্যায় আমাদের দেশের যাতায়াত ব্যবস্থায় গতি ফিরেছে। গতি সঞ্চার ঘটেছে। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি যেমন অপরিহার্য অনুরুপ ভাবে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় কখনও কখনও বিরক্ত আর বিড়ম্বনার শিকার হতে হয়। রাজধানী ঢাকা দীর্ঘদিন যাবৎ যানজটের শহর হিসেবে পরিচিতি পেয়ে আসছে। অবশ্য রাজধানী হিসেবে ঢাকা সকল ধরনের কর্মকান্ডের প্রতিক বিধায় ঢাকার যানজটের বিষয়টি বিশেষ ভাবে আলেখ্য। কিন্তু সাতক্ষীরার মত একটি জেলা শহর যানজটের কবলে, প্রতিনিয়ত, প্রতিমুহুর্তে জন সাধারন যানজটের কারনে সমস্যার সম্মুখিন হচ্ছে। সাতক্ষীরা শহর দৃশ্যতঃ যানজটের নগরীতে পরিনত হয়েছে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটের পাশাপাশি শব্দ দূষনের কবলে সাতক্ষীরা শহর, কোন ধরনের আইনের বিধি বিধান না মেনে, আইনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে সাতক্ষীরা শহরে চলছে প্রতিনিয়ত মাইকিং, ডিম বিক্রি হতে, পোল্ট্রি বিক্রি, বিদ্যুতের খবর, ডাক্তারের সন্ধান সবই চলছে মাইকিং এ, সাতক্ষীরা শহরের অদূরে বাইপাস সড়কের উপস্থিতি থাকলেও শহরের অভ্যন্তরে প্রতিনিয়ত, প্রতিমুহুর্ত চলছে বড় বড় দানবীল ট্রাক হাইড্রোলিক্স হর্ণের উপস্থিতি থেমে নেই। অথচ যাত্রীবাহী যানবাহনে হাইড্রোলিক্স হর্ণ বাজানো সম্পর্ণ ভাবে নিষিদ্ধ। সাতক্ষীরা অত্যন্ত সম্ভাবনাময় জেলা হিসেবে নিজেকে পরিচিতি এবং প্রতিষ্ঠিত করেছে। বিধায় শহরকে সুস্থ রাখতে, শহরের জনসাধারনকে নিরাপদ, নিশ্চিত রাখতে অবশ্যই সাতক্ষীরাকে যানজটমুক্ত, শব্দ দুষণ মুক্ত করতে হবে আর এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।