দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীর আত্মীয় স্বজন কর্তৃক চিকিৎসক লাঞ্ছিত হওয়ার আভিপ্রেত ঘটনা ঘটেছে। আর হামলার শিকার হয়েছেন চিকিৎসক ডাঃ মাহবুবুল ইমাম। হামলা চালিয়েছে ধোপাডাঙ্গা গ্রামের রুহুল আমীন, হাবিবুর রহমান সহ তাদের সঙ্গিরা। অত্যন্ত প্রতিশ্র“তিশীল, ভদ্র এবং রোগী বান্ধব ডাঃ মাহবুবুল ইমাম দেবহাটার সখিপুরের কৃতি সন্তান, আর তার উপরই হামলা চালিয়েছে। একই এলাকার কতিপয় উত্তেজিতরা, ঘটনা আকস্মিকতায় লাঞ্ছিত চিকিৎসক, অপরাপর চিকিৎসক ও হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত কর্মচারি, আহত চিকিৎসাধীন রোগীরা। কিংকর্তব্য বিমুখ এবং হত বিহŸল হয়ে পড়ে। সূত্র জানায় গতকাল দুপুরে ধোপাডাঙ্গা গ্রামের এক শিশু পুত্রকে সুন্নতে খৎনা সম্পন্ন করার পর চিকিৎসা সম্পন্ন করেন, ইত্যবসরে কয়েকজন অসুস্থ (গুরুতর আহত) রোগীকে নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে লোকজন আসলে সুন্নতে খৎনা সম্পন্ন করা শিশুর সাথে থাকা আত্মীয় স্বজনকে বাইরে বসতে বলায় তারা ক্ষিপ্ত হয়। একদিকে জরুরী বিভাগ আহত রোগীর চিকিৎসা, লোকজনের ভিড় অন্যদিকে শিশুর আত্মীয়দের ভিড় তাদেরকে বাইরে যেতে বলাটা দোষের কিছু নয়, বরঞ্চ সময় আর পরিস্থিতির বিবেচনায় উভয়ের মঙ্গল এবং চিকিৎসকের দায়িত্বের অংশ বললেন আবাসিক মেডিকেল অফিসার বিপ্লব মন্ডল, অথচ এই অঞ্চলের সন্তান ডাঃ মাহবুবুল ইমামকে লাঞ্ছিত হতে হলো। উলেখ্য সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ডাক্তারের উপর হামলার ঘটনা ইতিপূর্বেও ঘটেছে যা কেবল আইনের লঙ্ঘন নয় মানব সেবা প্রতি হামলা, এদিকে সুন্নতে খৎনা করতে আসা শিশু আলিফ রোহানের দাদা বীর মুক্তিযোদ্ধা শওকত আলী স্বাক্ষরিত এক পত্রে বলেছেন, ডাঃ মাহবুবুল ইমাম অমানবিক আচরন করেছেন, টিএইচ,এ বরাবর পত্রে তিনি আরও বলেন আমার আত্মীয় স্বজনদের তিনি ধাক্কা দিয়েছেন, ডাঃ মাহবুবুল ইমাম জানান তিনি কেবল ডাঃ নন একজন মানবিক এবং রোগী বান্ধব, তিনি কোন অবস্থাতেই কারোর সাথে খারাপ বা অমানবিক ব্যবহার করেন নাই। তিনি আরও বলেন আমার প্রিয় গ্রামের প্রতিজন আমার আপন এবং স্বজন, আমি সর্বত্র ভাবে সেবা দেওয়ার চেষ্টা করি।