স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় প্রথমবারের মতো অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসায়িক গ্র“প সাতক্ষীরা অনলাইন শপ এর উদ্যোগে ২৩দিন ব্যাপী উদ্যোক্তা মেলা’২১ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিফা রেফারি বিশিষ্ট সমাজসেবক তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন গ্র“পের এডমিন শেখ ইমরান হোসেন সহ মেলায় অংশ নেয়া উদ্যোক্তাগণ। সাতক্ষীরা সরকারি কলেজ রোডের সকাল কম্পিউটারের দ্বিতীয় তলায় আয়োজিত এই মেলায় ১৭টি স্টলে ২৫ জন উদ্যোক্তা তাদের পসরা সাজিয়ে বসেছেন। ২৩ দিনব্যাপি এই মেলা সকাল ৯টা থেকে দুপুর ২টা ও বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রথম দিনে ক্রেতাদের অংশগ্রহণে উচ্ছ¦সিত সকল উদ্যোক্তারা। মেলায় অগ্রাধিকার দেয়া হয়েছে দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের। এছাড়াও ব্লক বাটিক হাতের সেলাই, কুশন, ওয়ালম্যাট, পেপার ক্রাফট এর শোপিস, বুটিকিস, জামদানী, জুম, হাফ সিল্ক, বাটিক পেইন্টসহ বিভিন্ন শাড়ি, মাশরুম, ঘিঁ, চকলেট, বাহারি আঁচার নিয়ে কাজ করছে অনলাইন স্টলগুলো। থাকছে আধুনিক বিভিন্ন ডিজাইনের থ্রি-পিস, তাতের থ্রি-পিস, লেজার কাট থ্রি-পিস ও ব্লক বাটিক থ্রি-পিস।