স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পাটকেল ঘাটায় ইউএনও দেবরের নির্দেশে বিধবা ভাবীর সম্পত্তির ভাগ না দিয়ে হাকিয়ে দিয়েছে অভিযোগ এনে গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পাটকেলঘাটা রথখোলাপুলের বাজার এলাকার মৃত ফখরুল ইসলামের স্ত্রী বিধবা মিনারা আফরোজ। তিনি লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী পৈত্রিক, খরিদা, তার নামীয় ও অন্যান্য জমির মালিকদের কাছ থেকে ডিড নিয়ে ২০০ বিঘা জমিতে মৎস্য ঘের পরিচালনা করতেন। কিন্তু বিগত ২০১৮ সালে টিউমার জনিত কারনে স্বামী মৃত্যু বরন করেন। মহিলা মানুষ ঘের পরিচালনা করতে পারবেনা বলে নাটোরে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবর জাহাঙ্গীর আলমের সহযোগিতায় অন্য দেবর নজরুল ঘের দখল করে। ঘের থেকে ৬০ লক্ষ টাকার মাছ ভাগ বাটারা করে নেয়। এমনকি ব্যক্তিগত মালামাল মটর সাইকেল সহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। তখন প্রতিমাসে ৪০ হাজার টাকা ঘের বাবদ দিতে চাইলেও টাকা না দিয়ে দূব্যবহার করতে থাকে। শুধু তাই নয় নানা ভাবে হয়রানি করে। তিনি আরো বলেন স্বামীর মৃত্যুর পর দুটি কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অতি কষ্টে জীবন যাপন করে আসছিলাম। ইউএনও দেবর ও নজরুল দুই ভাই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। স্বামীর প্রাপ্য সম্পদ না দিয়ে উল্টো স্বামীর ভিটা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে যাচ্ছে। তাদের ক্ষমতার কাছে আমরা অসহায়। ইউএনও কবল থেকে স্বামীর প্রাপ্য বুঝে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় তার দুই মেয়ে সাদিয়া ইসলাম তুলি, তাজনিয়া ইসলাম তিশা।