বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর বাড়ি লকডাউন করা হয়েছে এবং তার বাড়ীর উঠানে টানানো হয়েছে লাল পতাকা। গত মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর নির্দেশে উপজেলার বুড়িগোয়ালিনী কলবাড়ী গ্রামের আলহাজ্ব নূর মোহাম্মদ মোলার পুত্র মৃত মুজিবুর রহমান (৫৮) এর বাড়ি লকডাউন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মুজিবুর রহমান চাকুরীরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাতে তার নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। করোনায় মৃত্যু বরণকারী ব্যক্তির বাড়ি লকডাউন করতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর সদস্যবৃন্দ। লকডাউন কৃত বাড়ির সদস্যদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহি অফিসার বলেন, আগামী ১৪ দিন বাড়ীর সদস্যরা লকডাউনে থাকবেন। বাড়ির সদস্যদের যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন পরিবারের পাশে থাকবে।