স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস টাওয়ার ও প্রচার মঞ্চ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে ও খুলনা রোড মোড়ে নির্মিত ওয়ার্চ-টাওয়ার প্রচার মঞ্চ গতকাল সন্ধ্যায় উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।