কালিগঞ্জ প্রতিনিধি \ মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন চলাকালীন সময় সচেতনতা অবলম্বন না করায় ১৫ মামলায় ভ্রাম্যমান আদালত ২২ হাজার ৭‘শ টাকা জরিমানা আদায় করেছে। লকডাউনের প্রথম দিন থেকে ৪র্থ দিন পর্যন্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এ সব অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক না পরে বাহিরে আসা এবং দোকানপাট খুলে রাখার অপরাধে উপজেলার ফুলতলা মোড়, নাজিমগঞ্জ বাজার, নলতা বাজার, তারালী বাজার, উজিরপুর বাজার, বালিয়াডাঙ্গা বাজার, বাঁশতলা বাজারসহ বিভিন্ন এলাকার পথচারী ও ব্যবসায়িদের নিকট থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইনের আওতায় জরিমানা আদায় করা হয়। গত চার দিনে ১৫ মামলায় ২২ হাজার ৭‘শ জরিমানার টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।