আশাশুনি অফিস \ আশাশুনিতে সরকারি ভর্তূকির আওতায় রিপার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা উপজেলা পরিষদের সামনের চত্বরে এ মেশিন বিতরণ করা হয়। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে এলাকার কৃষক, কৃষি কাজের উন্নয়নে ভর্তূকি মূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম হাতে নেন। এরই আওতায় অভাবনীয় সরকারি ভর্তূকিতে কম্বাইন্ড হারভেস্টার, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণের কার্যক্রম চলছে। মঙ্গলবার ৭০% ভর্তূর্কি মূল্যে কমন্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছিল। বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের আঃ মোতালেব ঢালীর পুত্র মোশাররফ হোসেন ১২ লক্ষ টাকা মূল্যমানের হারভেষ্টার মূল্যের ৩০% বাবদ ৩ লক্ষ ৬০ হাজার টাকায় ক্রয় করেন। বৃহস্পতিবার কাদাকাটি গ্রামের মৃত চারুপদ সরকারের পুত্র মহাদেব সরকার ১ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের রিপার (১২০ মডেল, ধান কাট মেশিন) মাত্র ৬৫ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছেন। সরকার এ মেশিনের মূল্যের ৭০% টাকা বহন করেছে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হসেইন খাঁন চাষী মহাদেবের হাতে মেশিন তুলে দেন। এসময় কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।