আশাশুনি অফিস \ আশাশুনিতে মৎস্যজীবি সমবায় সমিতির ইজারা প্রাপ্ত সরকারি জলমহল এর কেয়ার টেকারকে প্রকাশ্যে সন্ত্রাসী স্টাইলে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়েছে। আশাশুনি উপজেলার শ্রীউলা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ হাড়িয়া নদী খাল জলমহাল ইজারা গ্রহণ করেছেন। গত ৩০ ফেব্র“য়ারি সার্ভেয়ার ও ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা সরেজমিন লাল পতাকা টানিয়ে দখল বুঝিয়ে দেন। স্থানীয় মৎস্যজীবি নজির উদ্দীন শেখ সহ কয়েকজনকে কেয়ারটেকার দায়িত্ব দেওয়া হয়। তাদেরকে সন্ত্রাসী বাহিনী ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও হুমকী দিয়ে আসছিল। ৩ এপ্রিল বিকালে কালিবাড়ি বাজার থেকে ফেরার পথে তাকে সন্ত্রাসী স্টাইলে বর্বোরচিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা, দেড়লক্ষ টাকা ছিনতাই করে। অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম হয়। গুরুতর জখমী নজির উদ্দীন শেখকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে হুমায়ুন কবির রাসেলকে ১নং আসামী করে আরও ১৩ জনের নাম উলেখ করে আশাশুনি থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। জেলা মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক শিবপদ মন্ডল ও আশাশুনি উপজেলা সাঃ সম্পাদক নাসির উদ্দিন হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।