স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কালিগঞ্জ বিকৃত যৌনচারের অভিযোগে এক মাদ্রাসার হাফেজ কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটক হাফেজ কালিগঞ্জ কফিলউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: আনারুল ইসলাম (৩৩)। সে একই উপজেলার কালিকাপুর মোড়লপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মোড়লের পুত্র। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: ইয়াসিন আলী জানান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি এলাকার এক ছাত্র যৌনাচার পূর্বক অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে গতকাল ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাফেজ কে আটক করে। তিনি আরো বলেন হাফেজ আনারুল বিভিন্ন সময়ে উঠতি বয়সি শিশুদের সহিত বিকৃত যৌনাচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।